মেঘনা উপজেলার চারপাশে মেঘনা নদী,ঐতিয্যবাহী স্থান গুলোর মধ্যে, দক্ষিনে আলীপুর লঞ্চ ঘাট,পূর্বে কাশিপুর বাজার,উত্তরে চন্দন পুর লঞ্চ ঘাট,
পশ্চিমে রাম্পুর লঞ্চ ঘাট,এ চারটি স্থানের সাথে পাকা রাস্তার যোগাযোগ রয়েছে। ঠিক মাঝখানেই মানিকারচর (মুক্তিনগর)বাজার অবস্থিত। মহান স্বাধীনতা যুদ্ধে মেঘনাতে প্রথম এ এলাকাটি হানাদারমুক্ত হয় বলে এর সাথে মিল রেখেই মূলত এ জায়গাটির নামকরণ করা হয় মুক্তিনগর। বর্তমানে এই জায়গাটি মানিকারচর নামেও পরিচিত। মানিকারচর মূলত মেঘনার মধ্যে একটি সমৃদ্ধ এলাকা। মানিকারচর বাজারের পাশেই মূলত সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংক অবস্থিত। উপজেলা পরিষদ মেঘনার কেন্দ্রে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস