গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় মেঘনা, কুমিল্লা।
উপজেলা নির্বাহী অফিসার, মেঘনা, কুমিল্লা্ এর আগস্ট , ২০১৫ মাসের সম্ভাব্য কর্মসূচি নিম্নরুপঃ
উক্ত কর্মসূচি মোতাবেক সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
(শাহীন আক্তার সুমী) উপজেলা নির্বাহী অফিসার মেঘনা, কুমিল্লা। ফোনঃ ০৮০৩৫-৫১০০৮
স্মারকনংঃ ০৫.৪২.১৯৭৫.০০০.২৫.০০৫.১৫- (১০) তারিখঃ ২৪.০৮.২০১৫খ্রিঃ
অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হলোঃ
১। জেলা প্রশাসক, কুমিল্লা। ২। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মেঘনা, কুমিল্লা।
অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলোঃ ৩। চেয়ারম্যান------------------------------ইউপি, মেঘনা, কুমিল্লা। ৪। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা,---------------------ইউনিয়ন ভূমি অফিস, মেঘনা, কুমিল্লা।
(শাহীন আক্তার সুমী) উপজেলা নির্বাহী অফিসার মেঘনা, কুমিল্লা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় মেঘনা, কুমিল্লা।
স্মারক নং-০৫.৪২.১৯৭৫.০০০.৩১.০০১.১৫- (৫১) তারিখঃ ২৪ -০৮-২০১৫খ্রিঃ
বিষয় ঃ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা।
আগামী ২৯-০৯-২০১৪ তারিখ সকাল ১০-০০ ঘটিকার সময় মেঘনা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর-২০১৪ মাসের সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। মাননীয় সংসদ সদস্য জনাব মেজর জেনারেল (অবঃ) মোঃ সুবিদ আলী ভূঁইয়া উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
উক্ত সভায় যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
স্মারক নং-০৫.৪২.১৯৭৫.০০০.৩১.০০১.১৪- /৫১(৪) তারিখঃ ২৪-০৮-২০১৫খ্রিঃ অনুলিপি সদয় অবগতির জন্যঃ ১। মাননীয় সংসদ সদস্য, ২৪৯ কুমিল্লা-১ , ঢাকা। ২। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মেঘনা, কুমিল্লা। ৩। ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মেঘনা, কুমিল্লা। ৪। ভাইস চেয়ারম্যান (মহিলা), উপজেলা পরিষদ, মেঘনা, কুমিল্লা।
(শাহীন আক্তার সুমী) উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি মেঘনা, কুমিল্লা।
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS